সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয়

 

দেহে সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয় তা সকলেরই জেনে রাখা উচিত। আমরা অনেকেই সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয় সে সম্পর্কে অবগত নই। আজকের এই পোস্টে দেহে সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয় সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো। তাই দেরি না করে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে ফেলুন।
পুরুষের দেহে সাধারণত টেস্টোস্টেরণ নামক সেক্স হরমোন কমে যেতে দেখা যায়। টেস্টোস্টেরনের স্বাভাবিক ক্রিয়া পুরুষের যৌন বিকাশের জন্য অতি জরুরী। শরীরে এই সেক্স হরমোনের ঘাটতি হলে বিভিন্ন লক্ষণ দেখা দেয়। আজ এই পোস্ট থেকে আমরা সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয়, সেক্স হরমোন ঘাটতি পূরণে যা করা উচিত ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিব।

পোস্ট সূচিপত্র - সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয় তা জেনে নিন

সেক্স হরমোন কী

বয়সন্ধিকালে ছেলে ও মেয়েদের বিভিন্ন শারীরিক পরিবর্তনের পেছনে যে হরমোনটি প্রধান নিয়ামক হিসেবে কাজ করে সেটি হলো টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হলো পুরুষের সবচেয়ে প্রধান সেক্স হরমোন। এটি নারীদের দেহেও কিছুটা পাওয়া যায়। সেক্স হরমোন মূলত পুরুষের শুক্রাশয় এবং নারীদের ডিম্বাশয়ে উৎপন্ন হয়ে প্রজনন সৃষ্টি ভূমিকা রাখে। 

চিকিৎসকরা বলেন নারী এবং পুরুষ উভয়ের দেহেই পরিমিত মাত্রায় সেক্স হরমোন হিসেবে টেস্টোস্টেরন থাকা উচিত। পোস্টের পরবর্তী অংশে আমরা সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয় সে সম্পর্কে জানব। পুরুষের দেহে সাধারণত ৩০ বছরের পরপরই সেক্স হরমোনের ঘাটতি দেখা দিতে শুরু করে। এমনকি সেক্স হরমোনের ঘাটতি নারীদের বন্ধ্যাত্ব সৃষ্টি করতে পারে। 

সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয় সেসব লক্ষণসমূহ

পুরুষের শরীরে যদি সেক্স হরমোনের ঘাটতি দেখা দেয় তবে তা বিভিন্ন লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। মানুষ সহ সকল স্তন্যপায়ী প্রাণীর দেহে সেক্স হরমোন উৎপন্ন হয়। আর এই সেক্স হরমোনের ঘাটতি হলে শরীরে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চলুন এবার সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয় সেগুলো জেনে নিই। এসব লক্ষণ আপনার ভেতর যদি দেখা যায় তবে বুঝতে হবে শরীরে সেক্স হরমোনের ঘাটতি হয়েছে।
  • শরীরে অত্যাধিক ক্লান্তি ভাব দেখা যায়। 
  • সামান্য কাজ করলেই বডি হাঁপিয়ে উঠে। 
  • কোনো কাজে একটানা মনোযোগ দেওয়া যায় না।
  • কোন কিছু শুনলে সেটি খুব দ্রুত ভুলে যাওয়া।
  • মুডের পরিবর্তন অর্থাৎ খুব ঘনঘন মুড সুইং হওয়া।
  • মাসল পরিবর্তন হওয়া এবং মাসল দূর্বল হয়ে পড়া।
  • মেদ বেড়ে যাওয়া। ওজনে তারতম্য সৃষ্টি হওয়া।
  • হাত, পা ও শরীরে লোম বৃদ্ধি পাওয়া।
  • হাড় ক্ষয় হওয়া, ভঙ্গুর হওয়া, অস্টিওপরেসিস হওয়া।
  • দীর্ঘদিন অনিদ্রা হওয়া। রাতে ঘুম না আসা।

সেক্স হরমোন ঘাটতির পূরণে যা করা উচিত 

আপনারা ইতোমধ্যে সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয় তা জেনে ফেলেছেন। তবে কি সেক্স হরমোনের ঘাটতি আমাদের পূরণ করতে হবে না? সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য সেক্স হরমোন ঘাটতি পূরণে যা করা উচিত এবার সে বিষয়গুলো জেনে নেওয়া যাক।
  1. নিয়মিত শরীরচর্চা করতে হবে। যে সকল ব্যায়াম করলে তা সেক্স হরমোন বৃদ্ধিতে ভূমিকা রাখবে সে সকল ব্যায়ামগুলো বেশি বেশি করতে হবে। বিশেষ করে ভার উত্তোলন সহ যাতে পেশি শক্ত হয় সে ব্যায়ামগুলো করতে হবে।
  2. স্ট্রেস ও টেনশন মুক্ত জীবন যাপন করতে হবে। কোনোকিছু নিয়ে অধিক দুশ্চিন্তা করা যাবে না। কেননা অধিক চিন্তা করলে তা কর্টিসোল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় এবং যা কিনা টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমিয়ে দেয়। 
  3. ঘুমের ঘাটতির কারণে শরীরের টেস্টোস্টেরনের মাত্রা প্রায় ২০ শতাংশ কমে যেতে পারে। তাই সারাদিনে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। সুস্থ স্বাভাবিক থাকার জন্য দৈনিক অন্তত আট ঘন্টা ঘুমাতেই হবে। 
  4. যে সকল খাবার সেক্স হরমোন বৃদ্ধি করে সে সকল পুষ্টিকর খাবারসমূহ প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। 
  5. সকল প্রকার ধুমপান, মদ্যপান পরিহার করতে হবে। তেল চর্বিযুক্ত খাবার খাওয়া যাবেনা। প্লাস্টিকের পাত্রের বদলে কাঁচের পাত্রে খাবার খেতে হবে। 
  6. সর্বোপরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ধূমপান মুক্ত সুন্দর জীবন করতে হবে। একটি রুটিন মাফিক সুন্দর জীবনই আপনার সেক্স হরমোন বাড়িয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করবে। 

সেক্স হরমোনে ঘাটতি পূরণের সহায়ক খাবারসমূহ 

পোস্টের শুরুতে আপনারা সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয় সে সম্পর্কে জেনেছেন। এবার চলুন সেক্স হরমোন ঘাটতি পূরণের জন্য কি কি সহায়ক খাবার খাবেন তার একটি তালিকা জেনে নেওয়া যাক। আশা করি এই খাবার গুলো খেলে তা আপনার সেক্স হরমোনের ঘাটতি পূরণে বিশেষভাবে সহায়ক হবে।
  • ভিটামিন ডি ও জিঙ্ক সমৃদ্ধ খাবার 
  • আদা, পেঁয়াজ, রসুন 
  • পাস্তুরিত দুধ
  • পালং শাক 
  • মটরশুটি 
  • কাজুবাদাম 
  • চিনা বাদাম 
  • অ্যাভোকাডো 
  • গরুর মাংস 
  • চর্বিযুক্ত মাছ
  • অলিভ ওয়েল
  • মুরগি
  • ফলমূল

শেষ কথা - সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয়

প্রিয় পাঠক, এতক্ষণে নিশ্চয় সেক্স হরমোন ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয় এবং সেক্স হরমোন ঘাটতি পূরণে কি কি কাজ করবেন, কি খাবেন ইত্যাদি বিষয়গুলো জেনে ফেলেছেন। আশা করি আপনার সেক্স হরমোন বৃদ্ধিতে এই পোস্টে দেখানো টিপসগুলো বিশেষভাবে সহায়ক হবে। স্বাস্থ্য বিষয়ক আরো নিত্যনতুন আর্টিকেল পড়তে আমাদের সাথেই থাকুন এবং এই পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন। @23891

Share This Post

Next Post Next Post
No Comments
Click Here For Post A comment

Articulate Avenue privacy Policy; check your comments

comment url