সৌদি আরবের কোম্পানি ভিসার দাম,বেতন ও আবেদন যোগ্যতা


সৌদি আরবের কোম্পানি ভিসার দাম,বেতন ও আবেদন যোগ্যতা

সৌদি আরবে অনেকগুলো নামকরা কোম্পানি রয়েছে যারা বিভিন্ন প্রকার কাজের জন্য বিশ্বের সবগুলো দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। এসব স্বনামধন্য কোম্পানিতে কাজ করা একজন শ্রমিকের বেতন অনেক বেশি হয়ে থাকে। এবং বেতনের পাশাপাশি তারা অন্যান্য অনেক সুবিধা ভোগ করে থাকে। যার কারণে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক সৌদি আরবে কোম্পানিতে কাজের সুযোগ খোঁজে।

সৌদি আরবের কোম্পানি ভিসার দাম,বেতন ও আবেদন যোগ্যতা

 যাদের মধ্যে সবার একটা কমন প্রশ্ন সৌদি আরবের কোম্পানি ভিসার বেতন কত। আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে সৌদি আরবে কোম্পানি ভিসার বেতন কত সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনি যদি কোম্পানি ভিসার বেতন সম্পর্কে সঠিকভাবে না জানেন তাহলে বিভিন্ন দালাল চক্র বা এজেন্সির মাধ্যমে প্রতারিত হতে পারেন।

সৌদি আরবের স্বনামধন্য কিছু কোম্পানির নাম

কোম্পানির ভিসার বেতন সম্পর্কে জানার আগে সেই কোম্পানিগুলোর নাম এবং কোম্পানিগুলো সম্পর্কে বিস্তারিত জানা থাকা দরকার। আমরা জানি সৌদি আরব মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে অনেক স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিত। সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল উত্তোলনকারী দেশের মধ্যেও অন্যতম। এই দেশের অর্থনীতির মূল উৎসই হচ্ছে তেল ও গ্যাস।

 তারা নিজেদের দেশের চাহিদা পূরণ করেও বিশ্ববাজারে তেল এবং গ্যাসের প্রচুর পরিমাণে রপ্তানি করে থাকে। তাই তাদের তেল ও গ্যাস খনিতে বা কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণে শ্রমিকের দরকার হয়। যেহেতু সৌদি আরব অর্থনৈতিকভাবে অনেক সম্পূর্ণ একটি দেশ এবং শিল্প বাণিজ্য অনেক উন্নত তাই সেখানে অনেক প্রকারের কোম্পানি রয়েছে। নিচে তেল এবং গ্যাসের নামকরা দশটি করে কোম্পানির নাম উল্লেখ করা হলো

সৌদি আরবের সেরা ৭ টি তেল ও গ্যাস কোম্পানির নাম

  1. সৌদি আরামকো
  2. সৌদি কায়ান
  3. লুবরেফ
  4. এরাবিয়ান পেট্রো কেমিক্যাল কোম্পানি
  5. সৌদি এরাম কো জিডি
  6. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  7. চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন
সৌদি আরবের 7 টি সেরা ভোগ্য পণ্য উৎপাদনকারী কোম্পানির নাম
  1. স্যাভোলা গ্রুপ
  2. আল মারারি কোম্পানি
  3. এরাবিয়ান ফুড ইন্ডাস্ট্রিজ
  4. আল ওতাহিম হোল্ডিং গ্রুপ
  5. National food industries কোম্পানি
  6. আল আরাবি সৌদি ফুডস ডট কম
  7. ইউনাইটেড মাটবৌলিক গ্রুপ

সৌদি আরবের সেরা ১২ টি ঔষধ কোম্পানির নাম 

  1. সৌদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস কোম্পানি
  2. ইবনে সিনা ফার্মা সিটিক্যালস কোম্পানি
  3. National ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস কোম্পানি
  4. তাবুক ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং কোম্পানি
  5. আল রাজি ফার্মাসিউটিক্যালস কোম্পানি
  6. ইউনাইটেড ফার্মাসিউটিক্যালস কোম্পানি
  7. সৌদি আরবের সেরা 10 টি কনস্ট্রাকশন কোম্পানির নাম
  8. আল রাজ্জি কোম্পানি
  9. হাজী আব্দুল্লাহ আলি রেজা এন্ড কোম্পানি লিমিটেড
  10. বিন লাদেন কন্ট্রাক্টিং গ্রুপ
  11. সৌদি ওজার লিমিটেড
  12. আরবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি
এবার চলুন জেনে নেয়া যাক সৌদি আরবের কোম্পানি ভিসার বেতন কত

সৌদি আরবের বিভিন্ন কোম্পানি ভিসার বেতন

সৌদি আরবের বিভিন্ন নামকরা কোম্পানিগুলোর তালিকা উপরে দেওয়া হয়েছে উল্লেখিত কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের কাজ করে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। অবশ্য এক্ষেত্রে আপনার দক্ষতা যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী বেতন নির্ধারিত হবে। এবং বেতনের ক্ষেত্রে কোম্পানির বিভিন্ন পলিসি থাকে যার মাধ্যমে বেতন নির্ধারিত হয়। তবে স্বাভাবিকভাবে বেতন কত হতে পারে নিচে তা আলোচনা করা হলো
  • লেবার ভিসার ক্ষেত্রে বেতন স্বাভাবিকভাবে ৮০০ থেকে ৩০০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে
  • যারা ড্রাইভিং ভিসায় যান তাদের ক্ষেত্রে দুই হাজার থেকে পাঁচ হাজার রিয়াল এর মধ্যে হয়ে থাকে
  • যারা বিভিন্ন সুপারমার্কেট ভিসা যান তাদের ক্ষেত্রে সাধারণত ১২০০ থেকে ১৪ শত রিয়াল পর্যন্ত হয়ে থাকে। 
  • এবং সর্বশেষে যারা কন্সট্রাকশন ভিসায় যাবেন তাদের ক্ষেত্রে বেতন দুই হাজার রিয়াল থেকে ৩০০০ রিয়ালের মধ্যে হতে পারে।
আমরা যারা প্রবাসে যেতে চাই তাদের সবার ক্ষেত্রে একটা সাধারণ চাওয়া থাকে যে আমার বেতন বেশি হবে। বেতন যেহেতু কাজের উপরে নির্ভর করে তাই পরোক্ষভাবে বেতন কত হবে সেটা নির্ধারণের ক্ষেত্রে ভিসারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন আপনি যদি ফ্রি বিষয়ে চান তাহলে সমস্ত রকমের কাজই করতে পারবেন। সৌদি আরবে এমন অনেক কাজ আছে যার বেতন অনেক বেশি এবং ঠিক একইভাবে অনেক কাজ আছে যেগুলোর বেতন খুবই সীমিত। 
 আপনি যদি সৌদি আরবে অধিক বেতনের চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে তবেই আপনি সুযোগ পাবেন।

এবার চলুন জেনে নেয়া যাক সৌদি আরবে বিভিন্ন কাজের বেতন সম্পর্কে
  • ডাক্তারঃ শুধু সৌদি আরব নয় পৃথিবীর সমস্ত দেশেই ডাক্তারের বেতন অনেক বেশি হয়ে থাকে। সৌদি আরবে একজন অভিজ্ঞ ডাক্তার মাসে 50 হাজার রিয়ালের বেশি টাকা ইনকাম করতে পারে।
  • তেল ও গ্যাস খনির শ্রমিকঃ যেহেতু সৌদি আরবের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গ্যাস এবং তেল কোম্পানিগুলো তাই এক্ষেত্রে বেতনও অনেক বেশি। সৌদি আরবের একজন অভিজ্ঞ তেল ও গ্যাসের খনির শ্রমিকের বেতন মাসিক ৪০ হাজার রিয়ালেরও বেশি হয়ে থাকে।
  • আইটি ইঞ্জিনিয়ারঃ বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ হিসেবে একজন আইটি ইঞ্জিনিয়ারের পৃথিবীর সর্বত্রই চাহিদা রয়েছে। তাই সৌদি আরবে একজন বিশেষজ্ঞের বেতন মাসের ৩০ হাজার রিয়ালের ও বেশি।
উপরে আলোচিত কাজ গুলো ছাড়াও সৌদি আরবে আরো বেশ কিছু কাজ রয়েছে যেমন পাইলট, শিক্ষক, আইনজীবী, নার্স, বিমানবালা ইলেকট্রিশিয়ান ইত্যাদি। 

তবে উপরে আলোচিত বেতন গুলো আনুমানিক ধরা হয়েছে এর চেয়ে কম বেশি হতে পারে।
বেতন সম্পর্কে জেনে নেয়ার পর এবার হয়তো আপনি ভাবছেন কিভাবে সৌদি আরবের জন্য আবেদন করা যেতে পারে।

চলুন তাহলে এবার জেনে নেয়া যাক সৌদি আরবের কোম্পানির ভিসার আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে।

সৌদি আরবের কোম্পানির ভিসার আবেদনের যোগ্যতা 

  1. প্রথমেই আপনার বয়স অবশ্যই ২১ থেকে ৬০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
  2. শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হতে হবে
  3. শারীরিক ও মানসিক সুস্থতা অবশ্যই থাকতে হবে
  4. আপনার নামে কোন মামলা মকদ্দমা বা কোন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না
  5. এবং আপনার একটি বৈধ পাসপোর্ট এর প্রয়োজন হবে যার মেয়াদ অন্তত ছয় মাস হতে হবে।

সৌদি আরবের কোম্পানির ভিসার জন্য কি কি কাগজপত্র লাগে?

আপনি যদি সৌদি আরবের যে কোন কোম্পানির ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র গুলো সংগ্রহ করতে হবেঃ
  1. আপনি যে কোম্পানিতে আবেদন করতে চান তারা আবেদন ফরম
  2. একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় মাস
  3. আপনার নিয়োগ কর্তার প্রেরিত চিঠি
  4. আপনার শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত প্রমাণপত্র
  5. আবেদনকারীর মেডিকেল টেস্টের মূল কপি এবং ফটোকপি
  6. আবেদনকারীর দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি
  7. এবং সর্বশেষে আবেদনকারীর ট্রাভেল ইন্সুরেন্স।
কাগজপত্র সংগ্রহের পর এবার চলুন কিভাবে কোম্পানি ভিসা আবেদন করবেন সেটা ধাপে ধাপে দেখে নেয়া যাক
  • প্রথম ধাপঃ প্রথমেই আপনাকে আপনার নিয়ে কর্তার সাথে যোগাযোগ করতে হবে তিনি আপনাকে উক্ত কোম্পানির আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং আবেদন ফরম সংগ্রহ করতে সাহায্য করবেন।
  • দ্বিতীয় ধাপঃ আপনার নিয়োগকর্তার সাথে যোগাযোগ করে যে কোম্পানিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই কোম্পানির আবেদন ফরম সংগ্রহ করুন এবং আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করুন।
  • তৃতীয় ধাপঃ ফ্রম টি সঠিকভাবে পূরণ করার পর তাদের চাওয়া কাগজপত্র গুলো সঠিকভাবে ওজন ফরমের সাথে জমা দিন অবশ্যই সেটি আপনার নিয়োগ কর্তার কাছে জমা দিতে হবে।
  • চতুর্থ ধাপঃ আপনি যে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন সে ভিসার জন্য নির্ধারিত ফি জমা দিন।
  • পঞ্চম ধাপঃ আপনি যখন ভিসার জন্য প্রযোজ্য ফি জমা দিবেন তখন নিয়োগকর্তা আপনার প্রেরিত ফোনটি কোম্পানির কর্তৃপক্ষের কাছে জমা দিবে। এবং দু থেকে চার সপ্তাহের একটি প্রক্রিয়া শেষে সবকিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে ভিসার জন্য অনুমোদন দেয়া হবে এবং আপনি ভিসা আপনার হাতে পেয়ে যাবেন।

সৌদি আরবের কোম্পানির ভিসার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়

  • আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে সৌদি আরব ছাড়তে হবে
  • আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে অবশ্যই নতুন ভিসার জন্য আবেদন করতে হবে
  • সৌদি আরবে অবস্থানরত সময়ে আপনি সেখানকার নিয়ম কানুন যথাযথভাবে মেনে চলুন।

উপসংহার

উপরের আলোচনা থেকে আপনি নিশ্চয়ই সৌদি আরবের কোম্পানি ভিসা সহ অন্যান্য ভিসার বেতন কত আবেদনের যোগ্যতা এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এক্ষেত্রে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ। আর ভিসাও পাসপোর্ট সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের ভিসা ও পাসপোর্ট সেকশন থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন ধন্যবাদ।

Share This Post

Next Post Next Post
No Comments
Click Here For Post A comment

Articulate Avenue privacy Policy; check your comments

comment url